Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
যথাযথ মর্যাদায় কদমবাড়ী উচ্চ বিদ্যালয়ে পালিত হলো জাতির পিতার জন্মদিন।
বিস্তারিত

  আজ ১৭ই মার্চ জাতীয় শিশু দিবস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। সরকারিভাবে দিবসটি জাতীয় শিশু দিবস হিসেবেও পালিত হয়।  কদমবাড়ী উচ্চ বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানের জন্মদিন। প্রথমে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অনিল চন্দ্র দত্ত, সহকারী প্রধান শিক্ষক বাবু বিপ্লব কুমার হালদার, সহকারী শিক্ষক বাবু মনোজ কুমার বিশ্বাস, বাবু নন্দলাল গাইন, সহ অন্যান্য সহকারী শিক্ষক/কর্মচারী ও ছাত্রছাত্রীর উপস্থিতিতে জাতির পিতার প্রতিকৃতি স্থাপন এবং প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে মোমবাতি জ্বালিয়ে, কেক কেটে দিবসটি উদযাপন করা  হয়। অতঃপর প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক/কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দের সমন্বয়ে বঙ্গবন্ধু সম্পর্কে এক  আলোচনা সভা করা হয়। তারপর সকল ছাত্র-ছাত্রীর মধ্যে ‘‘ বঙ্গবন্ধু ও তার পরিবার’’ সম্পর্কে রচনা লেখার প্রতিযোগিতা হয় ও বিজয়ীদের হাতে পুরস্কার  তুলে দেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষবৃন্দ। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙ্গালীর মুক্তি সংগ্রামের  অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।  ছোট বেলার খোকা নামের  সেই শিশুটি পরবর্তীতে হয়ে ওঠেন নির্যাতিত নিপিড়িত বাঙালির ত্রাতা ও মুক্তির দিশারী।

ছবি
ডাউনলোড