Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ব্রাক

 

বিশ্বের সেরা একশ এনজিও’র তালিকার শীর্ষে ব্র্যাক

সুইজারল্যান্ডের ‘দ্য গ্লোবাল জার্নাল’ সাময়িকীর বিচারে বিশ্বের সেরা ১০০এনজিওর তালিকায় ব্র্যাক প্রথম স'ান লাভ করেছে।  প্রভাব, উদ্ভাবন ও স'ায়িত্ব-এ তিন মানদণ্ডের ভিত্তিতে ৪৫০টি এনজিওর মধ্যে ব্র্যাক তালিকার শীর্ষে স'ান করে নিয়েছে।

জার্নালটি এ নিয়ে দ্বিতীয়বার এ তালিকা তৈরি করল। ২০১২ সালের তালিকায় ব্র্যাকের অবস'ান ছিল চতুর্থ। এবার অক্সফাম, কেয়ার ও সেভ দ্য চিল্ড্রেনকে পেছনে ফেলে ব্র্যাক শীর্ষস'ান লাভ করেছে।

এবারের ঘোষণায় বলা হয়, ‘ ব্র্যাকের বিশাল ব্যাপ্তি এবং প্রভাব আমাদের মনে বিস্ময় জাগায়।  প্রায় ১৩ কোটি জনগণ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ সংস'ার সাথে সম্পৃক্ত রয়েছে। এ সংস'া ১০  কোটি জনগোষ্ঠীর কাছে স্বাস'্যসেবা পৌঁছে দিচ্ছে। বর্তমানে তার ১ লাখ ২ হাজার কর্মী রয়েছে। ৫গ লাখ ঋণগ্রহীতার কাছে ব্র্যাক প্রায় এক হাজার কোটি ডলার ক্ষুদ্রঋণ বিতরণ করেছে।’

এ সংস'া বর্তমানে ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্‌যাপন করছে। স্যার ফজলে হাসান আবেদ মুক্তিযুদ্ধের পর ব্র্যাক প্রতিষ্ঠা করেন। বিশ্বের সর্ববৃহৎ এ উন্নয়ন সংস'াটি বর্তমানে এশিয়া, আফ্রিকা এবং ক্যারিবীয় অঞ্চলের ১১টি দেশে কর্মকা- পরিচালনা করছে।

‘দ্য গ্লোবাল জার্নাল’-এর তালিকায় শীর্ষস'ান প্রাপ্তিতে স্যার ফজলে হাসান আবেদ বলেন, ‘এ স্বীকৃতি দরিদ্র জনগণের জীবনমান উন্নয়নে আরও উদ্ভাবনী ও দক্ষতার সঙ্গে কাজ করতে ব্র্যাককে উৎসাহিত করবে। ব্র্যাককর্মীদের কাজের নিষ্ঠা ও আত্মনিবেদনের ফলেই আজকের এ অবস'ানে উন্নীত হওয়া সম্ভব হয়েছে। আমি ব্র্যাক পরিবারের সকল সদস্যকে ধন্যবাদ জানাই।’

এখানে ক্লিক করুন

http://www.brac.net/